কিভাবে শপিং করতে হয় bhurungi.com থেকে?

TABLE OF CONTENT

TOPICPAGE NUMBER
কিভাবে পণ্য খুজতে হয়?2-5
কিভাবে পণ্য CART এ যোগ করতে হয়?4-6
কিভাবে অর্ডার কনফার্ম করতে হয়?7-8

কোনো প্রোডাক্ট খোঁজার জন্য এই সার্চ চিহ্নটিতে মাউস দিয়ে টাচ করুন। তারপর আপনার প্রোডাক্ট এর নাম লেখার জন্য একটি ফিল্ড দেয়া হবে শুধু সেই ফিল্ড এর মধ্যে আপনার প্রোডাক্ট এর নাম লিখুন অটোমেটিক্যালি আপনার প্রোডাক্টটি চলে আসবে।

অথবা মাউস দিয়ে একটু স্ক্রল ডাউন করলেই প্রোডাক্ট ক্যাটাগরি দেখতে পারবেন, আপনার পছন্দের ক্যাটাগরি থেকে আপনার পছন্দের প্রোডাক্ট কিনুন আর ক্যাটাগরিতে ঢুকতে জাস্ট ক্যাটাগরির উপর একটি ক্লিক করুন।

অন্যথায় হোম পেজের উপর দিকে বাম পাশে ” সমস্ত পণ্যের বিবরণ ” এর উপর মাউস নিয়ে টাচ করলে সমস্ত ক্যাটাগরির লিস্ট দেখতে পারবেন। আপনার পছন্দের ক্যাটাগরি থেকে আপনার পছন্দের প্রোডাক্ট কিনুন আর ক্যাটাগরিতে ঢুকতে জাস্ট ক্যাটাগরির উপর একটি ক্লিক করুন।

অথবা ” দোকান ” লেখা বাটন আর উপর ক্লিক করলে উপরোক্ত পেজে নিয়ে আসবে। দোকান পেজের বাম দিকে সার্চ অপশন আছে ওই জায়গা থেকেও প্রোডাক্ট সার্চ করতে পারবেন।অন্যথায় হোম পেজের উপর দিকে বাম পাশে ” সমস্ত পণ্যের বিবরণ ” এর উপর মাউস নিয়ে টাচ করলে সমস্ত ক্যাটাগরির লিস্ট দেখতে পারবেন। আপনার পছন্দের ক্যাটাগরি থেকে আপনার পছন্দের প্রোডাক্ট কিনুন আর ক্যাটাগরিতে ঢুকতে জাস্ট ক্যাটাগরির উপর একটি ক্লিক করুন।

দোকান পেজের ডানদিকে “Sort by popularity” অপশন আছে এই জায়গায় ক্লিক করলে আপনকে ৫টি বাটন দেয়া হবে। প্রথমে ” Sort by popularity” বাটন আসবে এটার কাজ হলো সেরা প্রোডাক্টটি আপনার সামনে নিয়ে আসবে। দ্বিতীয় ” Sort by average rating” বাটন আসবে এটার কাজ হলো মধ্যম রেটিং এর প্রোডাক্টটি আপনার সামনে নিয়ে আসবে। তৃতীয় ” Sort by average rating ” বাটন আসবে এটার কাজ হলো লেটেস্ট বা নতুন প্রোডাক্টটি আপনার সামনে নিয়ে আসবে। চার নম্বর ” Sort by price: low to high” বাটন আসবে এটার কাজ হলো কম দামি থেকে দামি প্রোডাক্টটি আপনার সামনে নিয়ে আসবে। পাঁচ নম্বর ” Sort by price: high to low ” বাটন আসবে এটার কাজ হলো দামি থেকে কম দামি প্রোডাক্টটি আপনার সামনে নিয়ে আসবে।

আপনার পছন্দের পণ্য এর উপর ক্লিক করলেই এই পেজে নিয়ে আসবে। আপনি যদি শুধু এই পণ্যটি কিনতে চান তাহলে জাস্ট “BUY NOW” বাটন এর উপর ক্লিক করুন আর যদি একাধিক প্রোডাক্ট কিনতে চান তাহলে “ADD TO CART” বাটন এর উপর ক্লিক করুন। “ADD TO CART” বাটন এর উপর ক্লিক করার পরেই এই প্রোডাক্ট টি cart এ যোগ হয়ে যাবে। চলুন অন্য আর একটি প্রোডাক্ট যোগ করি।

এই প্রোডাক্টটি cart এ যোগ করার জন্য “ADD TO CART” বাটন এর উপর ক্লিক করুন, ক্লিক করার পর সফলতার সাথে প্রোডাক্টটি cart এ যোগ হয়ে যাবে। পেজের উপরে ডান দিকে তাকালে আপনার cart এর সম্পর্কে জানতে পারবেন যেমন: কত গুলো পণ্য cart এ আছে এবং কত টাকার বাজার হলো এতে আপনার বাজেট এর বেশি শপিং হবে না হলেও আপনি সচেতন হয়ে যাবেন এবং cart থেকে বাদ দিতে পারবেন। পেজের উপরে ডান দিকে তাকালে একটি বাজারে ব্যাগ এর মতো একটি ছবি দেখতে পারবেন ওই ব্যাগটির উপর ক্লিক করলেই আপনার cart এ কি কি পণ্য অ্যাড করেছেন তা দেখতে পারবেন এবং এই জায়গা থেকে আপনে আপনার অর্ডার কন্ফার্ম করতে পারবেন।

বাজারের ব্যাগ এর মতো ছবিটির উপর ক্লিক করার পর আপনাকে এই পেজে নিয়ে আসবে। এখান থেকে আপনি প্রোডাক্ট এর সংখ্যা বাড়াতে বা কমাতে পারেন। প্রোডাক্ট এর সংখ্যা বাড়াতে চাইলে প্রোডাক্ট সংখ্যার ডান পাশে থাকা “+” ক্লিক করুন আর কমাতে চাইলে প্রোডাক্ট সংখ্যার বাম পাশে থাকা “-” ক্লিক করুন। সব ঠিক ঠাক থাকলে “PROCEED TO CHECKOUT” বাটনটির উপর ক্লিক করুন।

“PROCEED TO CHECKOUT” বাটনটির উপর ক্লিক করার পর আপনাকে চেক আউট ডিটেলস পেজে নিয়ে যাবে। ওই পেজে একটি ফর্ম থাকবে যেটা পূরণ করার মাধমে আপনার অর্ডার কনফার্ম হবে। চলুন ফর্ম পূরণ করে নেয়া যাক।

এই ফর্ম পূরণ করতে হলে আটটি ধাপ পার করতে হবে । প্রথম ধাপে আপনার নাম লিখতে হবে। দ্বিতীয় ধাপে আপনার রাস্তার নাম লিখতে হবে। তৃতীয় ধাপে আপনার এলাকার নাম লিখতে হবে। চার নম্বর ধাপে আপনার শহর এর নাম লিখতে হবে। পাঁচ নম্বর ধাপে আপনার মোবাইল নম্বর লিখতে হবে এই ফিল্ডে মোবাইল নম্বর না লিখলে আপনে ফর্ম সাবমিট করতে পারবেন না।

ছয় নম্বর ধাপে আপনার সঠিক মেইল আইডি লিখতে হবে, কারণ ওই মেইল আইডি তে আমরা মেইল পাঠাবো আপনার শপিং সংক্রান্ত। সাত নম্বর ধাপে আপনি আপনার অর্ডার সম্পর্কে আমাদের যে কোনো কিছু জানাতে পারেন তবে আপনি যদি খালি রাখতে চান তবে খালি রাখতে পারেন। আট নম্বর ধাপে আপনি আপনার পেমেন্ট মেথড নির্বাচন করতে পারেন পেমেন্ট মেথড নির্বাচন করার জন্য পছন্দকৃত পেমেন্ট মেথড এর উপর ক্লিক করুন। সব কিছু সঠিক ভাবে পূরণ করা হলে “PLACE ORDER” বাটন ক্লিক করুন এবং কিছুক্ষন অপেক্ষা করুন তারপর আপনে “ORDER COMPLETE” পেজে চলে যাবেন এবং আপনার ইমেইল আইডি তে একটি ইনভয়েস ইমেইল চলে যাবে যেখানে আপনি আপনার শপিং সম্পর্কিত ডিটেলস জানতে পারবেন।

আপনি যদি এই পেজে চলে আসেন “CONGRATULATION” তার মানে আপনি সফল ভাবে শপিং করতে সক্ষম হইছেন। এখন আপনার পণ্যের অথবা আমাদের কাছে থেকে একটি কল যাবে।

Leave a Reply